এত দিন পর হয়তো জোহান ক্রুয়েফকে জবাব দিলেন বার্সার রাজপুত্র। সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’-এর সঙ্গে তার কোনো সমস্যা নেই। সব জল্পনা। বরং নেইমারের সঙ্গে তার বোঝাপড়া আরো মজবুত হচ্ছে। তাইল্যান্ডকে ৭-১ উড়িয়ে কুয়ালালামপুরে শনিবার মালয়েশিয়া একাদশের বিরুদ্ধে নামার আগে অকপট স্বীকারোক্তি লিওনেল মেসির। হঠাৎ মিডিয়া নেইমারকে নিয়ে কেনো জল্পনা করবে সেটা যদিও স্পষ্ট নয়। ‘বার্সার বোমা’ তো প্রতি দিনই মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে চলেছেন। তা হলে কি প্রাক মরসুম সফর শুরুর আগে কিংবদন্তি ডাচ ফুটবলার ক্রুয়েফের মেসি-নেইমার জুটির সাফল্য নিয়ে সংশয় প্রকাশের জবাব দিলেন বার্সার আর্জেন্তিনীয় তারকা?
“আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। সংবাদমাধ্যমে এ সব বেরিয়েছে। আমরা মাঠের ভেতরে আর বাইরে পরস্পরকে জানার, বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছি। আমরা একসঙ্গে খুব বেশি খেলিনি। তবে নেইমার ক্লাবকে, আমাদের আর ভক্তদের অনেক আনন্দ এনে দেবে,” বলেছেন মেসি। সঙ্গে আরো যোগ করেছেন, “গত বছর চোট নিয়ে শেষ করেছিলাম। এখন বেশ ভাল আছি। শারীরিক দিক থেকে এ বার মরসুমের শুরুটা বেশ ভাল করেছি। জানি না, এশিয়ায় ট্যুর প্রস্তুতির জন্য সেরা কি না।”
বার্সা-ভক্তদের আশ্বস্ত করে মেসি আরো বলেছেন, “চেষ্টার ত্রুটি রাখছি না। অনেক ইভেন্টে অংশও নিচ্ছি। প্রচুর ঘুরতে হচ্ছে। যখনই পারছি ট্রেনিং নিচ্ছি। ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছি। এতে ছন্দে আসতে সুবিধে হবে। খুব ভাল প্রস্তুতি চলছে।
Messi: I have no problem with Neymar
The Argentine insists he gets on with the Brazilian "on and off the pitch" and stresses there has been no great upheaval under new coach Gerardo Martino
Barcelona star Lionel Messi has made it clear he has had no problems with Neymar since the Brazilian's €57 million move to the club.
The Argentine ace started a game alongside the 21-year-old for the first time on Wednesday, with both players getting on the scoresheet in a 7-1 thrashing of Thailand, and Messi insists that any speculation of unrest between the pair is pure speculation from the media.
"There’s no problem between us; these are things that come out of the press," he told a press conference in Kuala Lumpur.
"We get on with each other on and off the pitch and we’re getting to know each other little by little. We haven’t played much together. But he’ll bring a lot of joy to the club, to us and to the people."
Messi went on to explain the impact of new coach Gerardo Martino at Camp Nou, revealing the former Newell's Old Boys coach is keen for the team to improve their pressing game once more in the 2013-14 season.
"He is telling us that we need to get back to being who we have been for the last few years," Messi explained. "He wants us to create more pressure and work on recovering the ball as quickly as possible. We’re out to do that.
"We’re still getting to know each other. Every coach has his own things. He hasn’t come to change anything, just to get back what we lost a little last year."
Barcelona face a Malaysia XI on Saturday in the latest leg of their lengthy pre-season tour, but Messi believes their work this summer will pay dividends come the new campaign.
"I don’t know whether it [the tour] is the best way to prepare or not, but it’s what we’re doing," the 26-year-old said.
"We’re working very well. There are a lot of events and there’s a lot of travelling. We train when we can and take the matches very seriously.
"The games help us to get into our rhythm, it’s good preparation and we’ll come into the season in good shape."